সংবাদদাতা, লাউদোহাঃ- বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাবুক প্রধান শিক্ষক শ্রী অজয় কুমার রায় মহাশয়। তার এখানে কর্মজীবন শুরু হয় ৩/৭/২০০৩ সালে এবং শেষ হয় ৩১/০১/২০২০ সালে। দীর্ঘ ১৬ বছর ৬ মাসের কর্মজীবনে এই বিদ্যালয়ে আঁচে কানাচে জড়িয়ে রয়েছে তার স্মৃতি। শনিবার অজয় বাবুর জন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদায়ী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবার চোখ ভরে গেল। এর থেকেই বোঝা সহজ প্রাক্তন প্রধান শিক্ষক কিভাবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা দিয়েছেন, ছাত্র ছাত্রী মানুষ করার সাথে সাথে বিদ্যালয়ের কিভাবে উন্নতি হবে সে বিষয়ে সব সময় তিনি তৎপর থেকেছেন। বিদ্যালয়ের নতুন ভবন থেকে ছাত্র ছাত্রীদের সুবিদার্থে তৈরি করেছেন রান্নার শেষ, খবর ঘর, এছাড়াও বিদ্যালয়ে বসিয়েছিলেন সিসি টিভি ক্যামেরা। প্রাক্তন প্রধান শিক্ষক অজয় বাবু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা দীক্ষায় যেমন উজ্জীবিত করেছেন, তেমন বিদ্যালয়ের উন্নয়নের কথা একেবারেই জন্যই ভুলে যাননি। তার এই উন্নয়ন মূলক কাজে তাকে সব সময় সাহায্য করেছেন বিদ্যালয়ের সভাপতি সঞ্জয় মুখার্জি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুশীল ভট্টাচার্য্য, ডক্টর ফনি পাল, ত্রিপুরা বসু এছাড়াও দুর্গাপুর ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাগচী ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা খাদ্য কর্মধক্যা সুজিত মুখার্জি প্রমুখ।