সংবাদদাতা, বাঁকুড়াঃ- ২০১৮ তে জেলার পুলিশ লাইনে, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ায় অত্যাধুনিক পুলিশ মর্গ গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই মতো জেলায় ১১ কোটিরও বেশী টাকা ব্যায়ে মর্গ তৈরীর কাজ শুরু হচ্ছে।মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বেহাল অবস্থা এবং বেওয়ারিশ লাশের পাহাড় জমে এলাকায় দূষণ ছড়ানোর সমস্যা ওই বৈঠকে তুলে ধরেছিলেন। তখনই মুখ্যমন্ত্রী বাঁকুড়া মেডিকেলে অত্যাধুনিক মর্গ গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন। এবার মেডিকেলে পুলিশ মর্গ নুতন করে তৈরী কাজ শুরু হতে চলেছে। এই অত্যাধুনিক মর্গ তৈরীর জন্য বরাদ্দ করা হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৮৫৩ টাকা। আগামী ১০ ফেব্রুয়ারী ৩ দিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ দুপুরে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক মঞ্চ থেকে এই অত্যাধুনিক মর্গের শিলান্যাস করবেন তিনি।বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম প্রধান বলেন, এই মর্গটি তৈরী হলে একসাথে অনেক মৃতদেহ সংরক্ষিত যেমন করা যাবে, পাশাপাশি অ্যানাটমি ক্লাসও করতে সহায়ক হবে ডাক্তারী পড়ুয়াদের। এবং ফরেনসিক কাজের জন্যও উন্নত পরিকাঠামো থাকবে এই অত্যাধুনিক মর্গে। তিনি আরও বলেন, কলকাতা বাদ দিলে, জেলায় রাজ্যের মধ্যে প্রথম বাঁকুড়াতেই প্রথম এই ধরণের অত্যাধুনিক মর্গ তৈরীর প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। পিডাব্লিউডি দপ্তরের সিভিল ও ইলেক্ট্রিক্যাল বিভাগের তত্বাবধানে এই মর্গটি তৈরীর কাজ হবে।