নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:- বিষ খেয়ে আত্মঘাতি হল একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃতের নাম রিমা মন্ডল (১৮)। বাড়ি বর্ধমান শহরের উদয়পল্লী এলাকায়। শুক্রবার দুপুরে বাড়িতেই সে বিষ খায়। আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শনিবার গভীর রাতে সে মারা যায়। রিমা উদয় পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। তবে ঠিক কী কারণে ঘটনা সে বিষয়ে মৃতের পরিবার কিছু জানাতে পারেননি।