eaibanglai
Homeএই বাংলায়স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য রেখে বিতর্ক বাড়ালেন প্রধান শিক্ষিকা

স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য রেখে বিতর্ক বাড়ালেন প্রধান শিক্ষিকা

সংবাদদাতা, অন্ডালঃ- মঙ্গলবার খান্দরা হাইস্কুল মুক্ত মঞ্চে আয়োজিত হল স্কুলের পুরস্কার বিতরণ ও বাৎসরিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালোবরণ মণ্ডল, মিনতি হাজরা মেন্টর কাঞ্চন মিত্র খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল অধিকারী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। পরিবেশিত হয় স্কুলের ছাত্রছাত্রীদের আবৃত্তি কবিতা নৃত্য ও গানের অনুষ্ঠান। শেষে স্কুলের বাত্সরিক পরীক্ষায় মেধা ছাত্রছাত্রী ও বাত্সরিক ক্রীড়ায় সফল পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। তবে অনুষ্ঠানটিতে তাল কাটে প্রধান শিক্ষিকা শ্বাস্বতী সরকারের বক্তৃতায়। তিনি আগাগোড়া ইংরেজিতে বক্তৃতা করেন। যা অনেক ছাত্রছাত্রী অভিভাবকদের বোধগম্য হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন বর্তমানে বাংলা মাধ্যম স্কুলগুলিতে তপসিলি জাতি ও উপজাতি পড়ুয়ার সংখ্যাই বেশি যাঁরা ইংরেজিতে মোটেই স্বাবলম্বীর নয়। তাঁদের সামনে বাংলাতে বক্তৃতা করা উচিত ছিল প্রধান শিক্ষিকার। এ বিষয়ে সাফাই দিতে গিয়ে প্রধান শিক্ষিকা বলেন আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি। বাংলাতে তেমন স্বচ্ছন্দ নয় । তাই বক্তৃতা ইংরেজিতেই দিয়েছি তবে ভুল হয়ে থাকলে আগামী দিনে বাংলায় বক্তৃতা দেওয়ার চেষ্টা করব। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর কাঞ্চন মিত্র বলেন ইংরেজিতে বক্তৃতা শ্রুতিকটু লেগেছে। পশ্চিম বাংলায় বাংলা মাধ্যম স্কুলে বাংলাতে বক্তৃতার দেওয়াটাই পরম্পরা । প্রধান শিক্ষিকা কেন এরূপ করলেন পরে তার সাথে কথা বলব বলে জানান কাঞ্চনবাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments