eaibanglai
Homeএই বাংলায়পুরুলিয়ার ঝালদা ব্লকের কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যামিনী কান্ত মন্ডল...

পুরুলিয়ার ঝালদা ব্লকের কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যামিনী কান্ত মন্ডল মহাশয়ের বিদায় সম্বর্ধনা সভা অনুষ্টিত হলো

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ- পুরুলিয়ার ঝালদা এক নম্বার ব্লকের কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মযোগী ,শিক্ষা ব্রতী প্রধান শিক্ষক যামিনী কান্ত মন্ডল মহাশয়ের বিদায় সম্বর্ধনা সভা অনুষ্টিত হলো বুধবার। জানা যায় ১৯৯৬ সালে এই স্কুল টি স্থাপিত হয়। শিক্ষা দীক্ষা,খেলাধুলা এছাড়াও বিভিন্ন ধরণের সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতায় বিশেষ জায়গা করে নিতে লক্ষ করা যায় স্কুলের ছাত্র ছাত্রীদের শুধু মাত্র শিক্ষক দের অবদানেই। এদিন এই বিদায় সম্বর্ধনা অনুষ্টানে স্কুলের অধিকাংশ প্রাক্তন ছাত্র ছাত্রীরাই উপস্থিত ছিলেন। তাছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীরাও। স্কুলের ছাত্র সৌরভ মাহাতো,পার্বতী মাহাতোরা জানান প্রধান শিক্ষক হিসেবে যামিনী বাবু একজন আদর্শ শিক্ষিক ছিলেন। এদিন এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক মাননীয় নেপাল মাহাতো, বিপি ও বিকাশ মজুমদার, পরিচালন সমিতির সিভাপতি আলোক চ্যাটার্জী, ঝালদা পৌরসভার পুর প্রধান প্রদীপ কর্মকার সহ স্কুলের সমস্ত শিক্ষকবৃন্দ। স্কুলের সহ শিক্ষক অরূপ গোপে মন্ডল বলেন সময় চলে এলেই সবাইকে অবসর নিতে হয় তবে আমরা আর আগের পাঁচটা দিনের মতো যামিনী বাবুর মতো একটা অভিবাবক কে সবসময় চাইলেও হয়তো আর পাবো না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments