সংবাদদাতা, বর্ধমানঃ- দাঁড়িয়ে থাকা বালি ভর্তি লরির পিছনে স্কুল পড়ুয়া বোঝাই পুলকারের ধাক্কা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর বাসস্ট্যাণ্ডের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ জন স্কুল পড়ুয়া ছিল ভিতরে। কমবেশি সকলেই আহত হয়। তারমধ্যে ২ জন স্কুল পড়ুয়া ও ড্রাইভার বেশি আহত হয়। আহত ড্রাইভারের নাম অনূপ ঘোষ।বাড়ি আমডাঙ্গা গ্রামে। আহত স্কুল পড়ুয়ার নাম আদিত্য দাস(৪)। বাড়ি মুস্থূলী গ্রামে। আহত স্কুল পড়ুয়ার নাম সোনাক্সি দাস(৪)। বাড়ি বিষ্ণুপুর গ্রামে ।ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ আসে।। সঙ্গে সঙ্গে নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর প্রাথমিক চিকিৎসার পর আহত ২ স্কুল পড়ুয়া ও ড্রাইভারকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। লরির চালক পলাতক।