সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ার মুকুটমনিপুর সংলগ্ন বন পুখুরিয়া ডিয়ার পার্ক সংলগ্ন এলাকা থেকে তিনটি হরিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । আজ সকালে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকায় তিনটি হরিনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরে বন দফতরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যান বন কর্মী ও আধিকারিকরা । বন দফতর সূত্রে জানা গেছে ওই ডিয়ার পার্কে একশোটি হরিন রয়েছে । মৃত হরিনগুলির শরীরে আঘাতের চিহ্ন আছে । ডিয়ার পার্ক থেকে কি করে হরিনগুলি বাইরে বেরিয়ে গেল এবং কিভাবেই বা তাদের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করে বন দফতরের কর্মী ও আধিকারিকরা।