সংবাদদাতা, বাঁকুড়াঃ- পোস্ট অফিসে আধার কার্ডে দুর্নীতি সহ একাধিক বিষয়ে কাজ করতে হলে এজেন্ট এর মধ্য দিয়ে কাজ করতে হয়। এ ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গঙ্গাজলঘাটি পঞ্চায়েতের গঙ্গাজলঘাটি পোস্ট অফিসে ডেপুটেশন দিলো গঙ্গাজলঘাটি তৃনমূল কংগ্রেস নেতৃবৃন্দ। সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে এবং তাদের পাশে থেকে উন্নয়ন কে আরো বেশি করে তুলে ধরতে তাদের এই গণ ডেপুটেশন কর্মসূচি। তৃণমূল নেতা হৃদয় মাধব দুবে বলেন, এখানে যে আধার কার্ড হচ্ছে আধার কার্ড করতে হলে পোস্ট অফিসে বিভিন্ন এজেন্টের মাধ্যমে গরিব মানুষের কাছে ৫০০ টাকা ৬০০ টাকা ৮০০ টাকা নিয়ে পরে আধার কার্ড করা হচ্ছে। যারা আধার কার্ড করতে এসেছে দুদিন তিন দিন ধরে লাইনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না। যারা সঙ্গে সঙ্গে লাইন দিচ্ছে এক ঘণ্টার মধ্যে আধার কার্ড করে ছেড়ে দিচ্ছে। এটা সাধারণ মানুষ আমাদের কাছে বারবার অভিযোগ করেছে। আমরা গঙ্গাজলঘাটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্বজিৎ সিং এর নেতৃত্বে আমরা আজ পোস্ট অফিসে ডেপুটেশন দিলাম। শেখর কর্মকার নামে পোস্টমাস্টার বলেন, কোন লোক আজ পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ জানায়নি টাকা পয়সা নেওয়া হচ্ছে। আমাকে যদি অভিযোগ জানাত আমি সাহেবকে জানাতাম। তার মত ব্যবস্থা নেওয়া হতো। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
গঙ্গাজলঘাটি পোস্ট অফিসে একাধিক দুর্নীতি নিয়ে ডেপুটেশন দিলো তৃণমূল কংগ্রেস
RELATED ARTICLES