eaibanglai
Homeএই বাংলায়বেপরোয়া লরির গতিতে ভেঙে গুঁড়িয়ে গেল দুটি দোকান এলাকায় চাঞ্চল্য

বেপরোয়া লরির গতিতে ভেঙে গুঁড়িয়ে গেল দুটি দোকান এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে রাস্তার ধারে দুটি দোকানকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল একটি চালবোঝাই লরি, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়সাকোতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানের দিক থেকে একটি চাল বোঝাই লরি বাঁকুড়ার দিকে যাচ্ছিল সে সময়ে রাতের অন্ধকারে সোনামুখী পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বড়সাকোতলায় রাস্তার ধারে থাকা দু’টি দোকান কে দুমড়ে-মুচড়ে দেয় এবং লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ড্রেনে আটকে যায়। গতিবেগ এতটাই তীব্র ছিল যে লরির সামনের একাংশ ভেঙ্গে দুমরে মুচরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জানা যায় একজনের দশকর্মা ও স্টেশনারী দোকান ছিল এবং অন্যজনের চায়ের দোকান ছিল। দোকান ভেঙ্গে যাওয়াতে এখন কিভাবে তাদের সংসার চলবে তাই ভেবে পাচ্ছেন না তারা। চন্দন ব্যানার্জি নামে ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক বলেন, আমরা চাইছি আমাদের যা ক্ষতি পূরণ হয়েছে সেটা আমাদের দিয়ে দিতে হবে। দোকানে কিছুই নেই দোকান পুরোপুরি ভেঙে ড্রেনের মধ্যে আটকে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত অপর এক দোকানদার কালিপদ বাগদির স্ত্রী বাড়ি বাগদী বলেন, আমার দোকানে যা মাল ছিল সবকিছু নষ্ট হয়ে গেল ছেলেমেয়েদের নিয়ে এখন কিভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছি না।ঘটনাস্থল পরিদর্শনে যান সোনামুখী পৌরসভার পৌরপিতা সুরজিৎ মুখোপাধ্যায় এবং পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments