সংবাদদাতা, বাঁকুড়াঃ- শুক্রবার সোনামুখী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই মিছিলে পথ হাঁটলেন তিনশোরও বেশী বিজেপি কর্মী সমর্থক।প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ১৪ ফেব্রুয়ারী তারিখে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ৪০ জন সেনা জওয়ান। এক বছর আগের সেই ভায়ঙ্কর স্মৃতি এখনও টাটকা। এই ঘটনার প্রতিবাদে ও শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিজেপির সোনামুখী নগর মণ্ডলের সভানেত্রী সম্পা গোস্বামীর নেতৃত্বে শোক মিছিলে পথ হাঁটেন দলীয় কর্মী সমর্থকরা। এদিন সোনামুখী সিনেমাতলা থেকে শোক মিছিল শেষ হয়ে পুরো এলাকা ঘুরে ফের ঐ জায়গাতেই মিছিল শেষ হয়।বিজেপির সোনামুখী নগর মণ্ডলের সভানেত্রী সম্পা গোস্বামী বলেন, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যা কাণ্ডের প্রতিবাদে ও শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় শহর জুড়ে মিছিল করা হলো। এদিন বিজেপির মিছিলে যোগ দিতে আসার পথে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে রাস্তায় আটকে দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন। এতোসবের পরেও এদিন মিছিলে তিনশোরও বেশী কর্মী সমর্থক যোগ দিয়েছেন বলে তিনি জানান।