eaibanglai
Homeএই বাংলায়অমরকাননে অনুষ্ঠিত হল পঞ্চম বন্ধন উৎসব

অমরকাননে অনুষ্ঠিত হল পঞ্চম বন্ধন উৎসব

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার অমরকানন বন্ধন উৎসব এর পঞ্চম বর্ষে আজ সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন বন্ধন উৎসবের সূচনা। সেখানে তিনি সাধারণ মানুষদের চারাগাছ হাতে তুলে বৃক্ষরোপনের যেমন একটা মহৎ উদ্দেশ্য তাকে সামনে নিয়ে আসে। অন্যদিকে বন রক্ষা কমিটির মানুষজনদের হাতে তুলে দেয় তাদের প্রাপ্য চেক ও এখান থেকে একটি এলিফ্যান্ট স্কোয়াডের গাড়ি উদ্বোধন করেন। এছাড়া তিনি বলেন, বাঁকুড়ার জয়পুরের একটি ডিয়ার পার্ক করার উদ্দেশ্যে রয়েছে সেখানে যে বিশাল পরিমাণ জঙ্গল রয়েছে এবং পর্যটন কেন্দ্র হিসেবে জয়পুরের আরও দিলে সাজানো হচ্ছে। এতে মানুষের আকর্ষণ বাড়বে ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় যে সাপের উপদ্রব সেই বিষয়ে চিন্তাভাবনা করে বেশ কিছু মোটরবাইক বনকর্মীদের দেয়ার ব্যবস্থা করবেন এবং এলিফ্যান্ট স্কোয়ার্ড গাড়ির আরো বেশকিছু তিনি প্রদান করবেন। কারণ কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই যেমন দ্রুত ফরেস্টের লোকজন সেখানে পৌঁছে যেতে পারে এছাড়াও যেসব বনকর্মীরা ভালো কাজ করবে তাদের পুরস্কৃত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments