সংবাদদাতা, পানাগড়ঃ- পানাগড় শিল্পতালুক এর গ্লোবাস স্প্রিট কারখানার শ্রমিক মাতুল বাউরী র মৃত্যু হয় রোগের কারনে। ৪২ বছরের মাতুল বাউরি পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন স্ত্রী এক ছেলে ও এক মেয়ে তারাই সংসার চালাতেন। কোনমতে পরে কারখানায় কাজ পেয়ে সেই রোজগার থেকেই সংসার চলত তার। তার অকাল মৃত্যুর ফলে পরিবারে আর্থিক অনটন দেখা দিয়েছিল সেই খবর শ্রমিকরা জানতে পারলে ওই কারখানার শ্রমিকরা তাদের বেতনের পয়সা থেকে অর্থ জোগাড় করে ৮২ হাজার টাকা শনিবার পরিবারের হাতে তুলে দেয় শ্রমিকরা। এর আগেও শ্রমিকরা ওই কারখানায় কর্মরত শ্রমিকরা মারা গেলে তার পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দিয়েছিল। এছাড়াও কোটা গ্রামের দুস্থ পরিবারের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিভিন্ন সময়। তাদের এই মহান কাজের জন্য খুশি এলাকার মানুষ। শ্রমিকরা জানিয়েছেন তারা আগামী দিনেও এই ধরনের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন।