সংবাদদাতা, অন্ডালঃ- শনিবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে শুরু হল দু দিনের আন্তর্জাতিক কবিতা উত্সব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম আয়োজিত এই উত্সবে প্রথম দিন উপস্থিত রয়েছেন সাহিত্যিক ডক্টর রামদুলাল বসু, ডক্টর সুশীল ভট্টাচার্য, জয়া মিত্র। এছাড়াও ইসিএলের প্রাক্তন আধিকারিক কেএস পাত্র বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার তমাল সরকার সহ অন্যরা। আয়োজকদের পক্ষে তারাপদ হাজরা জানান দু দিনের এই উত্সবে দুই বাংলার কবিদের পাশাপাশি দেশ ও বিদেশের কবিরাও এই কবিতা উৎসবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আগত কবি আব্দুল রশিদ চৌধুরী জানান এই ধরনের আন্তর্জাতিক উত্সব শুধু কবি বা কবিতাকে সমৃদ্ধ করে না সেই সাথে সমৃদ্ধ হয় দু দেশের সম্পর্ক ও।