সংবাদদাতা, বর্ধমানঃ- এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। অভিযুক্ত যুবকের নাম অনিল মাড্ডি। বৃদ্ধা মহিলাটি শুক্রবার বিকালে বাড়ি থেকে একটু দুরে বাড়ির কেবল লাইনের বিল দিতে যাচ্ছিলেন। অভিযোগ ভিত্তিতে জানা গেছে, সেই সময়ে নির্জন রাস্তায় তাঁকে ফাঁকা পেয়ে অভিযুক্ত যুবক অনিল মাড্ডি জোর করে বাঁশ বাগানের ভিতর ওই বৃদ্ধা মহিলা কে নিয়ে যায়। প্রৌঢ়া চিৎকার করলে তাঁর মুখে রুমাল চাপা দিয়ে আটকানোর চেষ্টা করে। এমনকি ওই বৃদ্ধার শাড়িও খুলে দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা বাঁশ বাগানের ভিতর ছুটে গেলে অনিল পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায় এবং অনিলকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুলিশ অনিল কে বর্ধমান আদালতে তুলেছে।