সংবাদদাতা, কালনাঃ- একদিকে ডিজিটাল এক্সরে ফ্লিম নেই। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ এক্সরে বিভাগ। তার জেরে চরম সংকটে পড়তে হচ্ছে কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আসা বহু রোগীদের। এক্সরে না হওয়ার কারণে ফিরে যেতে হচ্ছে অসহায় রোগীদের। এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ধমান, হুগলী, নদীয়া জেলার বেশিরভাগ মানুষ ভরসা করে থাকে কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের ওপরে। কিন্তু এই হাসপাতলে ডিজিটাল এক্সরে ফিল্ম না থাকা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে এক্সরে বিভাগ। তার ফলে ভীষণ সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ও রোগীর পরিবার। এই গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ থাকায় ফিরে যাচ্ছে শয়ে শয়ে মানুষ। দুর্ঘটনা গ্রস্ত আহত রোগীরা যন্ত্রণায় ছটফট করলে ও সেই অবস্থায় হাসপাতালে অনেক বিভাগ বন্ধ থাকায় যেতে হচ্ছে বাইরে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট থাকায় অন্ধকার নেমে আসে হাসপাতালে। বিদ্যুৎ না থাকায় বেশ কয়েকটি বিভাগ মুখ থুবড়ে পরে আছে। তারফলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।