eaibanglai
Homeএই বাংলায়৭৮ বছরের পাত্র ও ৭০ বছরের পাত্রীর বিয়ের সাক্ষী থাকল বাঁকুড়ার ইন্দাস

৭৮ বছরের পাত্র ও ৭০ বছরের পাত্রীর বিয়ের সাক্ষী থাকল বাঁকুড়ার ইন্দাস

সংবাদদাতা, বাঁকুড়াঃ- আনন্দ উচ্ছাস বিভিন্ন রকম ভাবে করে থাকেন অনেকেই, এবার আত্মীয়-স্বজনরা বাড়ির দুই সদস্যকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন। পাত্র প্রভাস চন্দ্র দত্ত বয়স ৭৮ বছর এবং কনে অনিমা দত্ত বয়স ৭০ বছর। এই দুই যুগলের বিয়ের সাক্ষী থাকল ইন্দাস বাসি ।পরিবার সূত্রে জানা যায়, ১৯৭০ সালের ১৬ ই ফেব্রুয়ারি প্রভাস চন্দ্র দত্ত ও অনিমা দত্ত সাত পাকে বাঁধা পড়ে ছিলেন। তারপর পেরিয়ে গেছে ৫০ টা বছর। তাই ছেলে নাতি-নাতনি মেয়ে জামাই সকলে মিলে দ্বিতীয়বার তাদের বিবাহ বার্ষিকীর দিনে পুনরায় বিয়ে দিলেন। এমন ছবি ইন্দাস বাসী এর আগে কখনো দেখেন নি। নিয়ম-নীতি মেনে দ্বিতীয়বার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।প্রভাস চন্দ্র দত্তের ছেলে বলেন, বাবা-মায়ের ৫০ বছর বিবাহ বার্ষিকী অনুষ্ঠান হলো। সকাল থেকেই অনুষ্ঠান চলছে, যেরকম বিয়ে দেওয়া হয় বিয়ের অনুষ্ঠান হয় সেরকমই বিয়ে দেওয়া হল। পাত্র প্রভাস চন্দ্র দত্ত বলেন, নাতি-নাতনিরা ছেলেরা মেয়ে জামাই সবাইকে নিয়ে আনন্দ হচ্ছে। আজ সুদীর্ঘ ৫০ বছর একসঙ্গে সুখে দুখে সুন্দরভাবে কাটিয়ে ৫০ বছর অতিক্রম করলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments