সংবাদদাতা, বাঁকুড়াঃ- কোন পরীক্ষা কেন্দ্র নয় এবার হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী, নাম শুভ চক্রবর্তী। তিনি সিমলাপাল পল্লী ভারতী হাই স্কুলের ছাত্র। এবছর তার সিট পড়েছিল লক্ষ্মী সাগর হাইস্কুলে। কিন্তু বাইক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে শুভ চক্রবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে। তাই তিনি যাতে হাসপাতালে বসেই সুস্থভাবে পরীক্ষা দিতে পারেন তার সুবন্দোবস্ত করেন মধ্যশিক্ষা পর্ষদ। কাচের ঘরের ভেতরে বসেই শুভ চক্রবর্তী জীবনের প্রথম বড় পরীক্ষায় মুখোমুখি হলেন। আজ তার পরীক্ষা পরিদর্শনে আসেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা ও বাঁকুড়া পৌরসভা পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। তারা কাচের বাইরে থেকেই পরীক্ষা পরিদর্শন করেন। বাঁকুড়া জেলা আহবায়ক গৌতম দাস বলেন, ছেলেটি এবং ছেলেটির বাবা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। বারবার আমাদের ফোন করে যাতে তার ছেলে পরীক্ষা দিতে পারে, একটা বছর যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা মধ্যশিক্ষা পর্ষদের সহায়তায় এবং প্রশাসনের সহায়তায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটাল থেকে ছেলেটির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। ছেলেটি যদি চায় এখানে সাত দিন ধরে পরীক্ষা দেবে তাহলে সাত দিন ধরে এখানে পরীক্ষা দিতে পারবে তার বন্দোবস্ত আমরা করে দিয়েছি। পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আমিও এসেছিলাম। এটা আমার কর্তব্য বোধ এবং দায়িত্ববোধ থেকে মনে হয়েছে। আমার শহরে ছাত্রটির কোন অসুবিধা হচ্ছে কিনা তা দেখা আমার কর্তব্য। এছাড়া শিক্ষক মশাই যারা আছেন প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে যাব সেখানে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে কোন অসুবিধা হচ্ছে কিনা তার খোজ খবর নেব।