eaibanglai
Homeএই বাংলায়খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বাঁকুড়ার কিছু এলাকার বাড়িতে ফাটল

খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বাঁকুড়ার কিছু এলাকার বাড়িতে ফাটল

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বড়জোড়ার কেশবপুর, মনিহারী, কর্মকার পাড়া, বাগুলিয়া এলাকার অধিকাংশ বাড়িতে বড়বড় ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে পারে মাথার উপরের আচ্ছাদনটুকুও। কোলিয়ারী কর্তৃপক্ষ থেকে প্রশাসন সর্বস্তরে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় চরম দুশ্চিন্তা আর আতঙ্ককে সঙ্গী করে দিন কাটছে এই এলাকার মানুষের।বাগুলীয়া কয়লা খনি সংলগ্ন কেশবপুর গ্রামে গিয়ে দেখা গেল, অধিকাংশ বাড়িতেই বড়সড় ফাটল দেখা দিয়েছে। এরপরেও প্রতিদিন নিয়ম করে এই কোলিয়ারীতে বিস্ফোরণ ঘটিয়ে কয়লার চাঙ্গড় ফাটিয়ে তা তোলা হচ্ছে। ফলে বিস্ফোরণের জেরে এলাকার বাড়ি গুলি দূর্বল দেকে দূর্বলত হয়ে পড়ছে বলে অভিযোগ। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গতকাল থেকে কোলিয়ারির গেটের সামনে বিক্ষোভ ও অনশন মঞ্চ গড়ে তুলল গ্রামবাসীরা। অভিজিৎ বারবার জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই। কোলিয়ারি কর্তৃপক্ষ মুখে আশ্বাস দিলেও গত ১০ বছরে পূরণ হয়নি তবি টুকু। তবে যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তারা এই অনশন মঞ্চে চালিয়ে যাবেন বলে দাবি অনশনকারীদের। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন মুখ না খুললেও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments