সংবাদদাতা, দুর্গাপুরঃ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের উত্তাপ পৌঁছালো শিল্প শহর দুর্গাপুরে। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার দুর্গাপুরের মুখ্য প্রশাসনিক কেন্দ্র সিটি সেন্টারে ট্রাম্পের কুশ পুতুল পুড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট কে ধিক্কার জানালো এস. ইউ. সি. আই. এর জেলা কমিটি। ট্রাম্পের কুশ পুতুল দাহ করা হয় সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরের সামনেই।
ডোনাল্ড ট্রাম্প কে ‘দেশে দেশে হানাদার’, ‘যুদ্ধ বাজ’ এবং ‘সাম্রাজ্যবাদী কূলের শিরোমনি’ আখ্যা দিয়ে এস. ইউ. সি. আই. কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে। তার নেতৃত্বে ছিলেন দলের নেত্রী সুচেতা কুন্ডু, নেতা শিবদাসন মুখজারজি ও দলের অন্য এক নেত্রী শ্যামল মুখারজি। কুশ পুতুল পোড়ানোর পর সুচেতা বলেন, “ট্রাম্পের মতো আগ্রাসী মানুষ কে ভারতে এনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগে আপ্লুত। আমরা বলতে চাই- ট্রাম্প তুমি ভারত থেকে দুর হঠো। ওই মানুষ সারা পৃথিবীর সন্ত্রাসবাদের শিরোমনি আর তাকে যারা আপ্যায়ন করে, তারাও সমান দোষে দোষী”।