নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ থেকে শুরু হলো সি বি এস সি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিল্প শহর দুর্গাপুরের কমবেশি ২৫ টিরও বেশি কেন্দ্রে হবে এই পরীক্ষা। সকাল থেকেই লক্ষ্য করা গেল অভিভাবকদের ভিড়। স্কুলগুলির সামনে যানজটে ভরা রাস্তা পেরিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা হলে পৌছে দিয়ে এলেন। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে গেল পরীক্ষা। অবাক করার বিষয় হলো এদিন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দেখা গেল না কোন পুলিশি সহায়তা কেন্দ্র। ছিল না ট্রাফিক পুলিশের সজাগ দৃষ্টি। রাজ্য সরকারের মাধ্যমিক পরীক্ষার সময় লক্ষ্য করা গিয়েছিল পুলিশ ও নগর প্রশাসনের বিশেষ তৎপরতা কিন্তু কেন্দ্রীয় মাধ্যমের এই পরীক্ষাতে কোন পুলিশি তৎপরতা তেমন ভাবে চোখে পরলো না। তাহলে কি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের রাজনীতির ছাপ পরীক্ষার্থীদের ওপর পড়ল। কয়েকদিন আগেই নগর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে টোল ফ্রি নাম্বার দেওয়া হয় যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন হলে ওই নাম্বারে ফোন করলে পুলিশ তাদের সহায়তায় থাকবে। যেমনটি কথা দিয়েছিলেন তারা কাজও করেছেন। কোথাও এডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে এডমিট কার্ড নিয়ে এসে পৌঁছে দিয়েছেন পুলিশ কর্তারা। রাজ্য সরকারের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের কে স্কুলের গেটের সামনে ফুল ও কলম নিয়ে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। কিন্তু আজ কেন্দ্রীয় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে তেমন কোন ছবি ধরা পরল না আমাদের ক্যামেরায়। স্বভাবতই প্রশ্ন উঠেছে তাহলে কি ছাত্র ছাত্রীরা কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। পরীক্ষার কেন্দ্রে অপেক্ষমাণ ছাত্র ছাত্রীদের অভিভাবকরা হতাশার সাথে জানালেন, যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল রাজ্য সরকার স্কুলগুলিতে তখন পুলিশ ও নগর প্রশাসন যানজট কাটাতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করেছিল ছিল পুলিশি সহায়তা কেন্দ্র। গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল ছাত্র-ছাত্রীদের কে। কিন্তু কেন্দ্রীয় মাধ্যমের আজ পরীক্ষা শুরু হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কাউকেই দেখা গেল না পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে শুভেচ্ছা দিতে ছাত্র-ছাত্রীদের কে।