সংবাদদাতা, বাঁকুড়াঃ- দীর্ঘ ৩৪ বছর রাজনৈতিক নেতারা ভোটের স্বার্থে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তারপরেও কোন কাজ হয়নি। রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এলেও প্রতিশ্রুতি মিলেছে কিন্তু এখনো পর্যন্ত সংস্কার হয়নি গ্রামের একমাত্র যাতায়াত যোগ্য এই রাস্তাটি ফলে সেই সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এ ছবি বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বেলুটরসুলপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া গ্রামের। মুসলিম অধ্যুষিত শেখপাড়া গ্রামের সরল সোজা মানুষগুলোর আজও তাদের দাবি পুরন হলো না। বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক থেকে শেখপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছে। বর্ষাকালে এই রাস্তা যাতায়াতের যোগ্য থাকে না। প্রতিবছরই ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল গ্রামে আসে আর প্রতিশ্রুতি দেয় কিন্তু রাস্তা সারাইয়ের বিষয়ে কেউই কোন উদ্যোগ নেয় না। ফলে গ্রামের ছেলে মেয়েদের স্কুল কলেজ যেতে গেলে সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীদের অভিযোগ তারা বারবার এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক সকলকেই জানিয়েছেন কিন্তু তার পরেও কোনো কাজ হয় নি, মিলেছে শুধু আশ্বাস। শেখ রফিক, শেখ আয়ুবক্কর রা বলেন, বারবার প্রশাসনকে জানানো হলেও রাস্তা সংস্কারের ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। ভোট এলে সকলেই প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বর্ষাকালে যাতায়াত করা যায় না রাস্তা দিয়ে, সমস্যায় পড়তে হয় স্কুল কলেজের ছেলে মেয়েদের। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে খুবই ভালো হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আজফার হোসেন গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, গ্রামবাসীদের দাবি ন্যায্য দাবি। বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের পক্ষ থেকে কিন্তু সেই উদ্যোগ ফলপ্রসূ হয় নি, ফলে গ্রামবাসীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তিনি আরও বলেন আমরা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি দ্রুত এই রাস্তা সংস্কার কিভাবে করা যায় তার চেষ্টা করব। বেলুট রসুলপুর পঞ্চায়েতের উপপ্রধান ফারুক মিদ্যা বলেন, ইতিমধ্যেই রাস্তা সংস্কারের বিষয়ে অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে খুব দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে । তবে আশ্বস্ত পাওয়া গেল কবে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে তাতা সময় বলবে।