eaibanglai
Homeএই বাংলায়এক ব্যাক্তির নামে ব্যাংকের টাকা প্রতারনার অভিযোগ

এক ব্যাক্তির নামে ব্যাংকের টাকা প্রতারনার অভিযোগ

সংবাদদাতা, পানাগড়ঃ- গত দু বছর আগে কাঁকসার বাসিন্দা ছোটন বাগদি র স্ত্রী বিজলা বাগদি একটি মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে লোন নেন। এরপর সেই লোন শোধ হয়ে যাওয়ার পর টাকা দরকার পড়ায় পুনরায় লোন নিতে গিয়ে জানতে পারেন তার নামে বিভিন্ন সংস্থায় এবং ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে প্রায় লক্ষাধিক টাকা লোন নেওয়া হয়েছে। এরপরে বিজলা দেবী তার স্বামীকে গোটা বিষয়টি জানান। তার স্বামী ছোটন বাগদি ওই সংস্থাগুলি তে ও যে সব ব্যাংকে লোন নেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করলে বলা হয় তার স্ত্রী লোন নিয়েছে। এরপর ছোটন বাগদি ব্যাংক ও প্রাইভেট সংস্থাগুলিকে গোটা বিষয়টি জানালে তারা কোন কথা না শুনে লোন শোধ করার হুমকি দেয়। ছোটন বাগদি বিজেপি সমর্থক হওয়ায় গোটা বিষয়টি বিজেপি নেতা রমন শর্মাকে জানায়। এরপর রমন শর্মা ও বিজেপি কর্মী-সমর্থকরা ব্যাংকের কাছে গিয়ে গোটা বিষয়টি জানালে ব্যাংক এর পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখে অবশেষে ওই ব্যক্তির নামে লোন তোলা হয়েছিল সেই লোন একাউন্ট বন্ধ করে তাকে এনওসি দেওয়া হয়। কয়েকটি সংস্থা কোন ব্যাংক থেকে এনওসি পেলেও বাকি সংস্থাগুলি থেকে তাকে এনওসি দেওয়া হয়নি ।সোমবার পানাগর বাজারে র আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স সংস্থায় বিজেপির কর্মী-সমর্থকেরা গিয়ে আলোচনায় বসেন পরে ওই সংস্থার কর্মীরা আগামী মার্চ মাসের ৭ তারিখ পর্যন্ত গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য সময় চেয়েছেন। ছোটন বাগদী বলেন তিনি শুধুমাত্র একটি সংস্থায় লোন নিয়েছেন অন্যান্য সংস্থা গুলিতে কিভাবে লোন উঠেছে সেটা তার জানা নেই তবে ইতিমধ্যে কয়েকটি সংস্থা থেকে এনওসি দিলেও বাকি সংস্থাগুলি এনওসি দিতে চাইছে না আপাতত অধিকাংশ জায়গায় কিছুদিনের জন্য সময় নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। এরপরেও যদি সমস্যাটা না মেটে তবে আগামী দিন আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments