সংবাদদাতা, বাঁকুড়াঃ- আদিবাসীদের রেকর্ডভূক্ত জমি দখল করে রাস্তা তৈরীর অভিযোগ উঠলো বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জমির মালিক মৃত কান্ত সরেনের জামাই বিশ্বনাথ কিস্কু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, গোপালনগর গ্রামে একটি নির্মীয়মান রাস্তাকে নিয়ে সমস্যা তৈরী হয়েছে। কান্ত সরেনের রেকর্ডভূক্ত জমির উপর দিয়ে রাস্তা তৈরীর চেষ্টা হলে তার উত্তরাধিকারীরা বাধা দেন।কান্ত সরেনের জামাই বিশ্বনাথ কিস্কু বলেন, রাস্তার জন্য জমি ছাড়তে আপত্তি নেই। তবে রাস্তার অর্ধেক অংশের জমি আমাদের ও বাকি অর্ধেক পাশের জমি মালিকের কাছ থেকে নেওয়া হোক। যদিও অন্য অংশের জমি মালিকরা এই প্রস্তাবে রাজী নন বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।সিমলাপাল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপাঞ্জন সিংহমহাপাত্র বলেন, আদিবাসীদের জমি জোর করে নেওয়া যাবে না। পঞ্চায়েতকে ঐ রাস্তার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে এই বিষয়ে রাস্তার কাজটি পঞ্চায়েত থেকে হচ্ছে বলে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানলেও তিনি বিস্তারিতভাবে মুখ খুলতে নারাজ। বর্তমানে রাস্তার কাজ বন্ধ আছে।