সংবাদদাতা, কালনাঃ- শাশুড়িকে কানের দুল চুরির অপবাদ বৌমার, মিথ্যা অপবাদ মেনে নিতে না পেরে সুতো রং করার কেমিক্যাল খেয়ে আত্মহত্যা শাশুড়ির। ঘটনাটি কালনা থানার অন্তর্গত গোবিন্দবাটি গ্রামের। মৃত মহিলার নাম কনিকা দেবনাথ (৫০)। এক ছেলের বৌমার সাথে বিয়ের পর থেকেই বনিবনা হতোনা কনিকা দেবির। যার ফলে ছেলে বউকে নিয়ে আলাদাই থাকতেন। প্রায়দিনই শাশুড়ি বৌমার মধ্যে নানান কারণ নিয়ে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। আজ সকালে বৌমা অনুশ্রী দেবনাথ তার শাশুড়ি কে সোনার কানের দুল চুরি করার অভিযোগ দেয়, তারপরই অপমান সহ্য করতে না করতে পেরে, বাড়িতে থাকা তাতে সুতো রং করার কেমিক্যাল বিষ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় কালনা হসপিটালে ভর্তি করলে, কিছুক্ষণ চিকিৎসা চলার পরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর আগে পরিবারের লোকজনকে চোর অপবাদ দেওয়ার কারণে বিষ খেয়েছি বলে জানিয়ে যান কনিকা দেবী! কালনা মহকুমা হসপিটাল মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।










