সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার সোনামুখীর কোচডিহি এলাকার ঘটনা। বনদপ্তর সূত্রে খবর, শনিবার সকালে তাদের কাছে খবর আসে কোচডিহি গ্রামের রায় পাড়ার একটি পুকুরে বেশ কিছু শাল ও ইউক্লিপটাস কাঠ রয়েছে। ঐ কাঠ গুলি বনদপ্তরের নিজস্ব। স্থানীয় ডিপো থেকেই কেউ বা কারা এগুলি পাচারের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরই বনকর্মীরা ঐ এলাকা থেকে কাঠ গুলি উদ্ধার করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্ত্তী বলেন, বনদপ্তরের ডিপো থেকেই ঐ কাঠ গুলি কেউ বা কারা পাচারের চেষ্টা করছিল। রাত্রে নজরদারি টিমের নজরে বিষয়টি ধরা পড়ায় ঐ পাচারকারী দলটি কাঠ গুলি নিয়ে যেতে না পেরে পুকুরে ফেলে পালায়। প্রায় কুড়িটির মতো ইউক্লিপটাস ও ছ’টি শাল গাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি হাজার টাকা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাওকে গ্রেফতার করা না গেলেও ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।