সংবাদদাতা, বাঁকুড়াঃ- জয়পুরের পর এবার পাত্রসায়র, ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের ব্লকের বিয়ুরবেতুর পঞ্চায়েতের বামনবাদি এলাকায়। মৃত শিশুর নাম সায়ন মেটে। বয়স পাঁচ বছর। পুলিশ সূত্রে জানা যায়, বামনবাদি এলাকায় একটি ট্রাক্টর বালি আনলোড করছিল সেই সময় পাশে দাঁড়িয়ে দেখছিল পাঁচ বছর বয়সী সায়ন মেটে নামে ওই শিশয়টি। আর তখনই ট্রাক্টরটি কোন কারণবশত উল্টে যায় সায়ন মেটের উপরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে পিসির বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। গত কয়েকদিন আগে বালি বোঝাই লরির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল জয়পুর থানার জুজুর গ্রামে। সেই রেশ কাটতে না কাটতে ফের বেপরোয়া বালি পরিবহন এর সঙ্গে যুক্ত ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম অঙ্কিতা কুম্ভকার। বয়স ৪ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সে পিসির বাড়িতে জয়পুরের রুইশহরে এসেছিল মা ও দিদার সঙ্গে। তাদের বাড়ি বিবড়দা। আর পিসি বাড়িতে বেড়াতে এসে চার বছরের এই শিশু বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে জয়পুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে নেমে আসে শোকের ছায়া।