সংবাদদাতা, কাটোয়াঃ- ধানের তুষ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথে এবার পূর্ব বর্ধমান জেলার একাধিক চাল কল। ইতিমধ্যেই এই লক্ষে কাজও শুরু হয়ে গেছে।
ব্যাঙ্ককের এশিয়ান ইনস্টিট্যুট অব টেকনোলজি (এ.আই.টি) র একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি কালনা, কাটোয়া সহ বর্ধমান (দক্ষিন) মহকুমার চাল কল গুলি ঘুরে দেখেন। চাল কলের মালিক ও ম্যানেজারদের সাথে আলাদা করে বৈঠকও করেন। সেখানেই তারা চাল কলের বর্জ্য তুষ কে ব্যবহার করে কি ভাবে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই প্রযুক্তির বিষয়ে বিস্তারে ব্যাখ্যা করেন। একটি ব্যবহারিক মডেলের সাহায্যে হাতে কলমে দেখানো ও হয় দূষনহীন উপায়ে বিদ্যুৎ উৎপাদন। থাইল্যান্ডের ওই বিশেষজ্ঞ দলটি তাদের পর্যবেক্ষণের পর পূর্ব বর্ধমানের চাল কল গুলিতে নতুন এই প্রযুক্তি ব্যবহারের বিস্তর সুযোগ রয়েছে বলে মনে করেন।
পূর্ব বর্ধমান জেলায় ৪০০ টি চাল কল আছে। তারা হাইটেনশন পাওয়ার গ্রীড থেকে বিদ্যুৎ নিয়েই কাজ চালায়। তাতে দিবারাত্র কালো ধোঁওয়া আর ছাই বাতাসে ছড়িয়ে পড়ে। হয় পরিবেশ দূষন।
এ.আই.টি.’র বিশেষজ্ঞ দলটির প্রতিনিধি – অধ্যাপিকা জয়শ্রী রায় বলেন, “এই সব চাল কল থেকে রোজ প্রচুর পরিমানে তুষ উৎপাদন হয়। এরা যদি ওই বর্জ্য তুষ কে পুনরায় ব্যবহার করে, তবে একদিকে যেমন তার সদুপোযোগ হবে, তেমনি পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে এরা নিজেদের বিদ্যুৎ বাবদ খরচ ও অনেকটাই কমিয়ে আনতে পারবে”।