সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার গাংবিল জুনিয়ার হিন্দি হাই স্কুলে একশো কুড়ি জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। নিয়মিত স্কুল খুলে স্কুলবাসে এবং নিয়ম করেই ছুটি হয়। কিন্তু ওই বিদ্যালয়ে ফাইভ থেকে এইট শ্রেণীকক্ষ থাকলেও মাত্র একজন শিক্ষক স্কুলের দায়িত্ব পালনের পাশাপাশি স্কুলের সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেখান। দীর্ঘদিনের সমস্যার কোনরকম সমাধান হচ্ছে না দেখে অবশেষে বিজেপি কর্মী সমর্থকরা কাঁকসার বিডিও ও স্কুল শিক্ষা দপ্তর স্মারকলিপি জমা দিলেন। বিজেপি নেতা রমন শর্মা বলেন এতবড় একটা স্কুল যার মধ্যে শিক্ষক মাত্র একজন তিনি বিদ্যালয়ের পিয়ন তিনি শিক্ষক তিনি গেট খুলেন তিনি বন্ধ করেন এবং এমনকি স্কুলের শেষে ছুটির ঘন্টা তাকে বেড়াতে হয়। এক কথায় তিনি বিদ্যালয় আসলে সেদিন বিদ্যালয় খোলা থাকে কিন্তু তার যদি শরীর খারাপ হয় কিংবা স্কুলের কাজে কোথাও যেতে হয় তাহলে সেদিন পুরোপুরি স্কুল বন্ধ থাকে অর্থাৎ তিনি আসলে স্কুল খোলা হয় তিনি না আসলে স্কুল বন্ধ থাকে। ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারে চলে যাচ্ছে। এমত অবস্থায় ওই স্কুলের শিক্ষকের দাবি জানিয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে আগামী ৭ দিনের মধ্যে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে আগামী দিনে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।