সংবাদদাতা, বাঁকুড়াঃ- তিন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরলো বনদপ্তর। বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের কাশীপুর এলাকার ঘটনা। বনদপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে বনকর্মীরা সোনামুখী রেঞ্জের স্থানীয় কাশীপুর জঙ্গল থেকে এই তিন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরেন। ধৃতদের নাম সুকুমার বাগদী, কানাই বাগদী ও মিলন লোহার। প্রত্যেকের বাড়ি কাশীপুর গ্রামে। সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্ত্তী এই খবর জানিয়ে বলেন, বুধবার বিকেলের ঝড়ে কাশীপুর জঙ্গলে বেশ কিছু গাছ উল্টে যায়। ধৃত তিন পাচারকারী রাতের অন্ধকারে ঐ সব গাছ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কর্তব্যরত বনকর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। বনদপ্তরের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই কাঠ পাচারকারী চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত কিনা তারা তা তদন্ত করে দেখছেন বলেও তিনি জানান।
তিন কাঠ পাচারকারীকে হাতেনাতে ধরল সোনামুখী বনদপ্তর
RELATED ARTICLES