সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে একটি মিছিল বার করা হয়। বাঁকুড়া রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলাশাসকের দপ্তরে এসে শেষ হয়। সেখানে জেলাশাসক কে এন সি আর, এন আরসি এবং সি এ এ আদতে হচ্ছে কিনা সেই দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়া হবে। যেখানে রাজ্যের সর্বোচ্চ আদালত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এন আর সি, এন সি আর ও সি এ এর বিরোধিতা করছেন, সেখানে বিজেপি ও সরকার কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিনই এর স্বপক্ষে কথা বলছে। সে ক্ষেত্রে আমাদের রাজ্যে এনপিআর, এন আর সি ও সি এ এ লাগু হবে কিনা সে বিষয়ে সঠিক ধারণা পাওয়া যাচ্ছে না। গরীব খেটে খাওয়া মানুষেরা এ বিষয়ে ধন্দে রয়েছেন। এ বিষয়ে সম্যক ধারণা তৈরি করার জন্যই আজ এই মিছিল এবং ডেপুটেশন বলেই দাবি জেলা বাম নেতৃত্বের।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এনসিআর, এনপিআর ও সিএ এর প্রতিবাদে আজ পথে নামল জেলা বামফন্ট
RELATED ARTICLES