সংবাদদাতা, পানাগড়ঃ- বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তবে বুধবার বৃষ্টির পরিমাণ কম হলেও অল্প বৃষ্টিতেই কাঁকসার সিলামপুরে রাস্তার উপরেই জমল জল। জলের পরিমাণ এতটাই ছিল যে সেই জল স্কুলের গেটের সামনে জমায় স্কুলে ঢুকতে সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা। পাশাপাশি রাস্তা দিয়ে যান চলাচল করতে সমস্যায় পড়েন স্থানীয়রা। রাস্তার জল নিষ্কাশনের জন্য স্থানীয়রা অস্থায়ী নালা তৈরি করে সেই জল নিষ্কাশন করেন। জমা জল বার হলে পরে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ প্রায় তিন কিলোমিটার রাস্তা পানাগড় বাজার রেল স্টেশন থেকে সিলামপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ হলেও পানাগড় এর রেল পারে নিকাশি নালা তৈরি করা হলেও সিলামপুরে রাস্তা তৈরি সময় কোন নিকাশি নালা তৈরি উদ্যোগ নেয়নি প্রশাসন। এর আগেও অভিযোগ করা হলেও নিকাশি নালা না থাকায় হালকা বৃষ্টিতে রাস্তায় জল জমছে। অভিযোগ স্বীকার করে কাঁকসা ব্লকের তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বলেন বিষয়টি তারা জানতে পেরেছেন নিকাশি নালা না থাকায় এই সমস্যাটা দেখা দিয়েছে তবে দুটো সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রবল বৃষ্টির জেরে যান চলাচলে সমস্যা পানাগড় বাজার রেল স্টেশন এলাকায়
RELATED ARTICLES