সংবাদদাতা, বাঁকুড়াঃ- সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্পের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। শনিবার বেলিয়াতোড়ে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি এই কেন্দ্রের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাধারন ওষুধ দোকানের চেয়ে এখানে ওষুধে তিন ভাগের এক ভাগ মাত্র খরচ হবে। ওষুধের খরচের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিস্কপ্রসূত এই জনৌষধি কেন্দ্র থেকে মহিলারা মাত্র ১ টাকার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পাবেন। একই সঙ্গে এদিন সাংসদ ডাঃ সুভাষ সরকার জানান, বেলিয়াতোড়ের পাশাপাশি বাঁকুড়া শহর ও দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গাতে এই ধরণের ওষুধের দোকান রয়েছে।