সংবাদদাতা, অন্ডালঃ- ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার উদ্যোগে রবিবার উখড়ায় আয়োজিত হল প্রাক দোল উৎসব। প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয় উৎসবে। উখরায়মহন্ত স্থল থেকে চাঁদনি বাড়ি পর্যন্ত প্রভাত ফেরিতে পা মেলান প্রায় হাজার খানেক পুরুষ ও মহিলা। ছিলেন শিখ, মুসলিম প্রায় সব সম্প্রদায়ের মানুষ জন। বর্ণাঢ্য প্রভাতফেরি দেখতে রাস্তায় রাস্তায় ভিড় ছিল চোখে পড়ার মতো। গোপীনাথ জিউ মন্দির ও চাঁদনি বাড়িতে প্রভাত ফেরির পর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লাঠি, নাচ, গান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে অংশ নেওয়া কর্নেল সিংহ ও অতীক মিয়া রা জানান বসন্ত উৎসবে অংশ নিয়ে দারুণ লাগছে। দোল জাতি ধর্ম নির্বিশেষে সকলের উৎসব এই উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন তাঁরা। আয়োজকদের ধন্যবাদ জানান। সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় বলেন এলাকায় বিভিন্ন ধরনের উৎসব আয়োজিত হলেও দোলের উৎসব ছিল না। সেই কারণেই এই উৎসবের আয়োজন করা হল। আগামী বছর আরও বড় আকারে উৎসব হবে বলে জানান তিনিো।