সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই মুহূর্তে গোটা বিশ্বে সবথেকে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস। গোটা বিশ্বের পাশাপাশি ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গেও আতঙ্ক পৌঁছে গেছে। ইতিমধ্যেই করণা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বভারতীতে দোল উৎসব বন্ধ হয়েছে। তবে বিষ্ণুপুর শহরে করণা আতঙ্ককে পেছনে ফেলে সাধারণমানুষ দোল উৎসবের জন্য রং কিনতে বাজারে ভিড় জমিয়েছেন। তবে এবছর বাজারের সাধারণ মানুষের ভাটা পড়েছে অন্যান্য বছরের তুলনায়, কারন একটাই করণা ভাইরাস। মৌসুমী চ্যাটার্জী নামে এক দোকানদার বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেচাকেনা একটু কম। কেননা এ বছর মানুষের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে। রং কিনতে আসা এক ব্যক্তি বলেন, বছরে এই দিনটা একবারই আসে, করোনা ভাইরাস এর জন্য যদি পিছিয়ে যায় তাই সকলকে এগিয়ে আসা দরকার।