সংবাদদাতা, অন্ডালঃ- অন্ডালের সুকান্ত পল্লীতে (কাটা পুলের কাছে) একটা নিম গাছ থেকে সাদা ফেনার মতো কিছু বেরোচ্ছে। সেটা দেখতে প্রচুর লোকের ভিড় হচ্ছে। নিম গাছের কান্ডের নিচের অংশ লাল কাপড়ে মোড়া। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, অন্ডাল বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক প্রতিনিধি দল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি ভালোভাবে পর্যবক্ষেণ করে এবং উপস্থিত জনগণের সামনে এধরনের ঘটনার পিছনে বিজ্ঞানসম্মত কারণ ব্যাখ্যা করে। অলৌকিক নয় লৌকিক- প্রকৃতির নিয়মেই এ ঘটনা ঘটছে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অন্ডাল বিজ্ঞান কেন্দ্রে র সম্পাদক শ্রী ধনুষধারী রায়, অন্ডাল বিজ্ঞান চক্রের সম্পাদক শ্রী স্বরূপ পান ও পশ্চিম বর্ধমান জেলা কমিটির সহ-সম্পাদক শ্রী অরুণ কিরণ চ্যাটার্জি। ঘটনার পিছনে কারণ ব্যাখ্যা করতে সাহায্য করেছেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি মাননীয় শ্রী শ্রীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়।
তবে যাই হোক এ ঘটনায় নিম গাছের কাছে ভিড় জমায় কৌতূহলী জনতা।