সংবাদদাতা, বাঁকুড়াঃ- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্পষ্ট নির্দেশিকা সত্ত্বেও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের। প্রসঙ্গত, বৃহস্পতিবার শুরু হওয়া এ বছরের উচ্চ মাধ্যমিক মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর পরেও শনিবার দ্বিতীয় দিনে ইংরাজী পরীক্ষা চলাকালীন শহরের পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ১ ঘন্টা হয়ে যাওয়ার পর একটি মোবাইল উদ্ধার হয়। ঐ পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র বিষ্ণুপুর হাই স্কুলের পরীক্ষকদের নজরে বিষয়টি আসার পর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌটুসী চন্দ্র বলেন, একটার পর ঐ বিষয়টি জানতে পারি। ঐ ছাত্রী যদি অন্যায় করে থাকে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।