eaibanglai
Homeএই বাংলায়গ্যাস এজেন্সির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

গ্যাস এজেন্সির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিশ্বজুড়ে করোনার আতঙ্কে যেন প্রতিহত না হয়ে পড়ে রক্তদান কর্মসূচি। রক্তের প্রয়োজন রয়েছে প্রতিনিয়ত। এই কর্মসূচি যেন থমকে না যায় তাই করোনার ভয়াবহ আঁচ থেকে রক্তদাতাদের রক্ষা করতে এগিয়ে এল একটি গ্যাস এজেন্সি। মোট ৫১ জন রক্তদাতা মুখে মাস্ক পরে রক্ত দিলেন। যাঁরা রক্ত সংগ্রহ করলেন তাঁরাও মুখে মাস্ক পরে এই রক্ত সংগ্রহ করলেন। অভিনব এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের উপমা নাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি জানান এ ধরনের উদ্যোগ কে বিশ্বজুড়ে স্বাগত জানানো উচিত। পাশাপাশি তিনি জানান সমগ্র নগর নিগম জুড়েই মূলত বস্তি অঞ্চল জুড়ে এই রকম সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে দুর্গাপুর নগর নিগম। রক্তদান কর্মসূচির সঙ্গে করোনা সচেতনতার বিষয়টি জুড়ে দেওয়ার জন্য তিনি উদ্যোগতাদের ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গ ফেডারেশন অব ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক কবি ঘোষ জানান রক্তদান কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ যেন কোনওভাবেই থমকে না যায়, অন্যদিকে করোনা ভাইরাস সম্পর্কে রক্তদাতাদের ও সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ। রাষ্ট্রায়ত্ত গ্যাস এজেন্সির কর্ণধার সীতাংশু শেখর দাস জানান মূলত এই অঞ্চলের অধিবাসী ও গ্যাস ও পেট্রোলিয়াম আর সংস্থার কর্মীদের মধ্যে রক্তদান ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার দরকার রয়েছে সেই সচেতনতা ও আগ্রহ বাড়াতেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments