সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের সোনামুখী অডিটোরিয়াম হলে সোনামুখী বিধানসভার স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল। মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি “বাংলার গর্ব মমতা” কর্মসূচির সূচনা করেছেন। আর এই ৭৫ দিনের ঘোষিত কর্মসূচির মধ্যেই রয়েছে স্বীকৃতি সম্মেলন। আজ বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার সেই স্বীকৃতি সম্মেলনে উপস্থিত আছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়, ব্লক সভাপতি ইউসুফ মন্ডল, পাত্রসায়র ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতীম সিংহ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে অর্থাৎ ১৯৯৮ সাল থেকে যরা এই তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক হিসাবে কাজ করে আসছেন কিন্তু দলের সঙ্গে কোনো কারণে মনোমালিন্যের ফলে দল থেকে দূরে সরে ছিলেন তাদেরকে পুনরায় দলের মধ্যে ফিরিয়ে এনে স্বীকৃতি দেওয়া। অভিজ্ঞ মহলের ধারণা ২০২১ সালে পশ্চিমবাংলার বিধানসভায় যাতে কোন প্রকারে বিরোধী দল কোন সুযোগ নিতে না পারে সেজন্যই পুরনো কর্মীদের দলে ফিরিয়ে এনে সম্মান দিয়ে সংগঠনকে মজবুত করা।