সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডলের বদলি রোধে স্বাক্ষর অভিযান বিষ্ণুপুর শহরবাসীর। বিষ্ণুপুর এসডিও অর্থাৎ মহাকুমা শাসক মানস মন্ডলের বদলি হয়েছে উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। সেখানে তিনি পিও কাম ডিডাব্লিও পদে দায়িত্বভার নেবেন। তার জায়গায় নতুন মহকুমাশাসক হিসেবে যোগ দিতে আসছেন মুর্শিদাবাদ জেলা থেকে অনুপ কুমার দত্ত। আর মহকুমাশাসকের বদলি রোধে এদিন বিষ্ণুপুর শহরবাসী স্বাক্ষর অভিযান শুরু করলো। বিষ্ণুপুর শহরবাসী মনে করে তার হাত ধরে বিষ্ণুপুর শহরের আর্থিক উন্নতি ঘটেছে। বিষ্ণুপুর শহরের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। বিষ্ণুপুর শহরে চালু করেছেন পোড়ামাটির হাট। এর পাশাপাশি লালবাঁধ সংস্কার শুরু হয়েছে কিন্তু সেই কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। তাই বিষ্ণুপুর শহরবাসী মনে করেন মানস মন্ডল মহাশয় বদলি হয়ে অন্যত্র চলে গেলে সে সমস্ত কাজ গুলি অসমাপ্ত থেকে যাবে এবং বিষ্ণুপুর শহরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে ভাটা পড়বে। তাই বিষ্ণুপুর শহরবাসী চাইছেন মন্ডল আরো কিছুদিন এখানে থেকে থেকে যাক, যাতে করে অসম্পূর্ণ কাজগুলি তিনি শেষ করতে পারেন। আর তাই বিষ্ণুপুর শহরবাসীরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষকে দিয়ে স্বাক্ষর করাচ্ছেন যাতে করে জনসমর্থন তৈরি করে মহকুমা শাসককে আরো কিছুদিন এখানে রেখে দেওয়া যায়। তবে শহরবাসীর এই কর্মসূচি বাস্তবে সফলতা লাভ করবে কিনা তাতো সময়ই বলবে। সমীরণ চক্রবর্তী নামে বিষ্ণুপুর শহরের এক নাট্যকর্মী বলেন, হঠাৎ করে আমরা শুনলাম বিষ্ণুপুরের মহকুমার শাসক মানস মন্ডল মহাশয় বদলি হয়ে গিয়েছেন এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন বিষ্ণুপুর পর্যটন ক্ষেত্রে মানস মন্ডলের চিন্তাভাবনা বিশ্ব মানচিত্রে ডেভলপ করেছে। এছাড়াও লালবাঁধ এর মত বহু কাজ এখনো বাকি রয়েছে। তাই এসডিওকে আচমকা বদলি না করে আর কিছুদিন যদি এখানে রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়।