সংবাদদাতা, বাঁকুড়াঃ- ২০১৯ লোকসভা নির্বাচনে সিপিআইএম পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও নিজেদের সংগঠনকে উজ্জীবিত করতে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তৈরি করতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার কৌশল নিচ্ছে সিপিএম নেতৃত্ব। আর সে মতই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে আট দফা দাবি জানিয়ে ডেপুটেশন দিলো সিপিআইএম নেতৃত্ব। ১ লা এপ্রিল থেকে এন পি আর নয় গৃহহীন ভূমি হিনদের তালিকা বানানো। ২, পৌরসভার সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসে ১৮ হাজার টাকা বেতন ও তাদের স্থায়ীকরণ। ৩, কর্ম ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও নির্ভয় স্বাধীনতা সুনিশ্চিত করা। ৪, ৬০ বছরের উর্ধ্বে সমস্ত নাগরিকদের মাসে ৬০০০ টাকা পেনশন চালু করা, সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ তারা ডেপুটেশন দিলেন। প্রথমে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় এরপর তাদের একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়ার সম্বলিত একটি স্মারকলিপি মহাকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়। সিপিআইএম-এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, আমাদের এই সমস্ত দাবিগুলোকে মানতে হবে না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।