eaibanglai
Homeউত্তর বাংলাকরোনার আতঙ্ক এবার খনি অঞ্চলে

করোনার আতঙ্ক এবার খনি অঞ্চলে

সংবাদদাতা, অন্ডালঃ- করোনা আক্রান্ত এই সন্দেহে এক যুবককে ট্রেন থেকে নামালো আর পি এফ। মির্জা সোহেল নামে এক ২৩ বছর বয়সী বীরভূমের যুবক চেন্নাই থেকে বীরভূমের তার বাড়ির উদ্দেশ্যে ফিরছিল ট্রেনে করে। ট্রেনেই সে একটু অসুস্থ বোধ করতে থাকলে যাত্রীরা তাকে ট্রেন থেকে নেমে যেতে বলে, বলে সূত্রের খবর।যাত্রীদের দাবি যে,যুবক করোনা আক্রান্ত তাকে ট্রেন থেকে না নামালে ট্রেন আর যেতে দেওয়া হবে না। ফলে অন্ডাল স্টেশনে চেন্নাই গুয়াহাটি ট্রেন প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার খবর পেতেই রেল পুলিশ ও একজন ডাক্তার কে নিযে ট্রেনের কামরা থেকে যুবককে নামিয়ে তাকে চিকিৎসায় র জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । ওই যুবকের কাছ থেকে জানা যায় সে চেন্নাই এ রাজমিস্ত্রির কাজ করত। তার দুদিন আগের একটু জ্বর ছিল তাই তার সহকর্মীরা তাকে বাড়ি চলে যে বলে। সেই কারণেই সে বাড়ি ফিরছে। তবে সে এটাও জানায় সে এখন সুস্থ্য। সকাল ১০ টা ২০ নাগাদ অন্ডাল স্টেশনে চেন্নাই গুয়াহাটি ট্রেন ঢুকলেই তৎপর রেল পুলিশ রেলেরএক মহিলা ডাক্তার ডক্টর কানু প্রিয়া কে নিয়ে সেই যুবককে ট্রেন থেকে উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে রেলেই এম্বুলেন্সে করে আরো ভালো চিকিৎসার জন্য আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে করোনার ভয়ে যখন টথস্থ্য সারা বিশ্ব। ঠিক সেই মুহূর্তেই খনি অঞ্চল অন্ডাল স্টেশন থেকে করোনা আক্রান্ত এক ব্যক্তি কে উদ্ধার নিয়ে আতঙ্ক যেন বাড়ল অন্ডাল এলাকায়।
তবে উদ্ধার হওয়া যুবকের সমস্ত রকম চিকিৎসার পর জানা যাবে আসলে কি হয়েছে যুবকের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments