সংবাদদাতা, অন্ডালঃ- হান্ডে পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে বাড়ির মধ্যে গুলির আওয়াজ শোনা যায় মৃত প্রদীপ কুমার লাল সিংহ হান্ডের ঘর থেকে। দেখা যায় রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যেই লুটিয়ে রয়েছেন প্রদীপ বাবু। পরিবারের অন্য সদস্যরা অ্যাম্বুল্যান্স করে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পিসি উর্মিলা লাল সিংহ হান্ডা জানান মৃতের স্ত্রী থাকেন কলকাতায়। আর ছেলে ঋদ্ধি লাল সিংহ হান্ডা কর্মসূত্রে থাকেন ব্যাঙ্গালোরে। প্রদীপবাবু আগে কলকাতায় থাকতেন। বছর তিন আগে তিনি উখড়ায় নিজের বাড়িতে ফিরে আসেন। এখানে তিনি একাই থাকতেন। মানসিক অবসাদেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান পরিবারের সদস্যদের। উখড়া ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আগ্নেয়াস্ত্রটির গুলিতে প্রদীপবাবুর মৃত্যু হয়েছে সেটি তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সাথে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সেই নোটে আত্মহত্যার কথা উল্লেখের পাশাপাশি মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লেখা ও তাতে প্রদীপবাবুর নাম লেখা আছে। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কি না ও সুইসাইড নোটটির স্বাক্ষর প্রদীপবাবুর কি না সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমিদার পরিবারে এ রকম মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের পাশাপাশি কৌতূহল শুরু হয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে।