eaibanglai
Homeএই বাংলায়করোনা আতঙ্কের গুজব

করোনা আতঙ্কের গুজব

সংবাদদাতা, অন্ডালঃ- এ বার করোনা আতঙ্কের গুজব ছড়াল উখড়া গ্রামে। অযথা আতঙ্কিত হওয়া ও গুজব না ছড়ানোর পরামর্শ দিলেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় কয়েক দিন আগে মুম্বই থেকে ফিরেছেন উখড়া গ্রামের মুসলিম পাড়ার বাসিন্দা বছর তিরিশের এক যুবক। এক আত্মীয়ের চিকিত্সার প্রয়োজনে দীর্ঘদিন তিনি মুম্বইয়ে ছিলেন। তিন দিন আগে মুম্বই থেকে তিনি অসুস্থ অবস্থায় উখড়ায় ফেরেন । জ্বর ও সর্দি হওয়ার কারণে এই কদিন তিনি বাইরের বাইরেও বের হননি। এতে সন্দেহ হয় পাড়া প্রতিবেশীদের। খবর পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে। তিনিই খবর দেন স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে পাড়ায় আসেন স্বাস্থ্যকর্মী রা। স্বাস্থ্যকর্মী শিখা মুখার্জি বলেন ওই যুবককে পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সম্ভবত দীর্ঘদিন বাইরে থাকায় ঠান্ডা লেগে জ্বর সর্দির উপসর্গ রয়েছে। চোদ্দো দিন বাড়ির বাইরে না বেরোনো ও ওই পরিবারটির সবাই কে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানান তিনি। পঞ্চায়েত সদস্য সীমান্ত গড়াই বলেন খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে খবর দিয়েছিলাম। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে ভয়ের কোনও কারণ নেই। খান্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে গত মাসের ২২ শে ফেব্ররুয়ারি সিঙ্গাপুর থেকে উখড়ার বাড়িতে ফিরেছেন নমিতা সরকার ও তাঁর স্বামী প্রতাপ সরকার ও দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের জয়পুরিয়া কোলিয়ারি খনি আবাসনে চিন থেকে ফেরেন বছর বাইশের ডাক্তারি পড়ুয়া রোহিত কুমার নামে এক যুবক। তাদের ও তাঁদের পরিবারের সবার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হচ্ছে বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তা পরিতোষ সোরেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments