সংবাদদাতা, পানাগড়ঃ- দেশ জুড়ে যখন করোনা ভাইরাসের আতঙ্ক চারিদিকে দিন দিন বেড়েই চলেছে ,তখন দেশের মানুষ গরম পড়ার জন্য প্রহর গুনতে শুরু করেছে। ঠিক তারই মাঝে ফের বৃষ্টি নামতেই সমগ্র পানাগড় জুড়ে শনিবার সন্ধ্যা থেকেই শীত অনুভব শুরু হয়েছে।শুক্রবারের তুলনায় শনিবারের আবহাওয়া কিছুটা পরিবর্তন হওয়ায় গরম বাড়লে পানাগড়ের মানুষ কিছুটা করোনা আতঙ্ক থেকে স্বস্তি পেলেও সেই স্বস্তি তে জল ঢাললো প্রকৃতি। শনিবার প্রবল ঝড় হলেও সন্ধ্যা থেকে কয়েক পশলা বৃষ্টিতে সমগ্র পানাগড় জুড়ে ঠান্ডা অনুভব হয়। পরে রাত বাড়তে বৃষ্টির সাথে মাঝে মাঝে প্রবল ঝড় শুরু হওয়ায় করোনা নিয়ে আরও আতংক বেড়ে গেলো মানুষের মনে।