সংবাদদাতা, পানাগড়ঃ- রবিবার জনতা কারফিউ চলার কারণে বাজার ঘাট ছিল বন্ধ। সোমবার পানাগড়ের সবজি বাজার খুলতেই বাজারের থলি নিয়ে বাজারে বেরোন বাসিন্দারা। বহু মানুষকে দেখা গেল এ দিন অতিরিক্ত পরিমাণে বাজার করতে। পাশাপাশি ক্রেতাদের অভিযোগ করোনার কারণে অত্যাধিক পরিমাণে বাজারে জিনিসের দাম বেড়ে গেছে। ক্রেতাদের আরও অভিযোগ সুযোগ বুঝে ব্যবসায়ীরা ফায়দা তুলছে। যদিও বিক্রেতারা জানিয়েছেন বাজারে কাঁচা সবজি না আসায় চড়া দামে কিনতে হচ্ছে ব্যবসায়ীদের ফলে বাজারে আগামী দিনে কাঁচা সবজির দাম বাড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। অপরদিকে দাম বেশি হলেও আগামী দিন বাজার খোলা থাকবে কিনা সেই আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ এই অবস্থায় প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য।