সংবাদদাতা, বাঁকুড়াঃ- গতকাল বিকেল পাঁচটা থেকে সোনামুখী শহর কে লক ডাউনের আওতায় আনা হয়েছে। বাঁকুড়া জেলার বড়জোড়া শহর বিষ্ণুপুর শহর বাঁকুড়া সদর শহরের সাথে সকাল থেকে সোনামুখী পৌর শহরের বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। ফলে স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় সোনামুখীতে লোক সংখ্যা নেই বললেই চলে। তবে ঔষধের দোকান সবজি বাজার মুদিখানা দোকান গুলি খোলা ছিল। ফলে সেখানে করোনা আতঙ্ককে উপেক্ষা করে সাধারণ মানুষ ঔষধ কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন সোনামুখীর ঔষধের দোকান গুলিতে। পাশাপাশি সবজি বাজার গুলিতেও একই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে। কিন্তু তার পরেও মানুষ এখনো সচেতন হচ্ছেন না। তারপরেও ঔষধের দোকান সবজি বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ ।