সংবাদদাতা, আসানসোলঃ- কয়লা পাচারকাণ্ডে এবার হরিয়ানার সোনিপথ থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। জানা গেছে দিল্লির প্রতাপপুরের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় মালিক। হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি-র গোয়েন্দারা। এরপর তাকে ৩দিনের ট্রানজিট রিমান্ডে তাকে রাজ্যে নিয়ে আসা হয়। গতকালই ধৃতকে নিয়ে কলকাতায় পৌঁছয় তদন্তকারীরা। মঙ্গলবার তাকে তোলা হয় আসানসোলের সিজিএম আদালতে। সেখানে সিআইডির তরফে ১২ দিনের হেফাতাজ চাওয়া হলে তা মঞ্জুর করেন আদালত।
জানা গেছে এর আগে কয়লা পাচার কাণ্ডে ধৃত বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী আবদুল বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় মালিকের খোঁজ পান সিআইডির তদন্তকারীরা। তার বিরুদ্ধে বারাবনি রেল সাইডিং থেকে কয়লা চুরি-সহ আসানসোলের বিভিন্ন থানা এলাকায় কয়লা চুরির মামলা রুজু করা হয়েছে। সিআইডির দাবি, চুরির কয়লা কিনে বিভিন্ন জায়গায় পাচার করতেন সঞ্জয়।
প্রসঙ্গত কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের সিআইডি দল তদন্ত শুরু করেছে।