সংবাদদাতা,বাঁকুড়াঃ- পাত্রসায়ের আক্রান্ত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পাত্রসায়েরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দের বিষয়টি সামনে চলে এসেছে।
পাত্রসায়েরে তৃণমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী গোষ্ঠীর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত এলাকার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্তর গোষ্ঠী। আজ যুব সভাপতি সুব্রত দত্তর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকার বাইক নিয়ে পাত্রসায়ের বাজারে যান। অভিযোগ সেই সময় বিরোধী গোষ্ঠীর ঘনিষ্ঠ শেখ মনিরুলের উপস্থিতিতে একদল দুস্কৃতি তাঁর উপর হামলা চালায়। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আক্রান্ত বন ভূমি কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকারের দাবী তৃণমূলেরই ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজন তাকে মারধর করেছে। যদিও ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী হামলাকারীদের তার গোষ্ঠীর লোক বলে মানতে নারাজ। বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ বলেও মানতে চাননি তিনি। বরং পাল্টা অভিযোগ করে বলেন, ব্যাক্তিগত ইর্ষার কারনে তাকে কালীমালিপ্ত করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের বিষ্ণুপুর জেলা সভাপতি বলেন, ঘটনার কথা শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন , তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট করছে এটা লজ্জার বিষয় ।