সংবাদদাতা,বাঁকুড়া:– রাজ্যে এবার সময়ে বর্ষা ঢুকলেও বর্ষার মরশুমে সেভাবে বৃষ্টি হয়নি। শ্রাবণেরও প্রায় শেষ, তবুও শ্রাবণের অঝোর ধারার দেখা মেলেনি। তবুও প্লাবনে ভাসল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান জমি। পাশাপাশি ভেঙেছে বেশ কিছু রাস্তাঘাটও। তবে এই প্লাবন অতিবৃষ্টির জন্য নয়। সেচ ক্যানালের পাড় ভেঙে এলাকায় জল ঢুকে পড়ায় দেখা দিয়েছে এই বিপত্তি।
স্থানীয়রা জানিয়েছে গতকাল আচমকাই দাগাশোলের জঙ্গলে মেন ক্যানালের পাড় ভেঙে যায়। এরপরই হু হু করে খালের জল ঢুকে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। স্থানীয়দের দাবী সেই জল বেগে প্রায় হাজার বিঘে জমির উপর দিয়ে বয়ে যাওয়ায় জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। জলের তোড়ে রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে যাওয়ায় লাউবাগান গ্রামে যাতায়াত প্রায় বন্ধ। স্থানীয়দের অভিযোগ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই সেচ ক্যানালের ওই অংশ ভেঙে পড়ে ।
কংসাবতী সেচ দফতরের তরফে ইতিমধ্যেই ওই ক্যানালে জল ছাড়া বন্ধ করা হয়েছে। পাশাপাশি ওই ক্যানেল মেরামতের কাজ শুরু হয়েছে।