eaibanglai
Homeএই বাংলায়হিন্দুদের পরিচালনায় মহরমের অনুষ্ঠান

হিন্দুদের পরিচালনায় মহরমের অনুষ্ঠান

সংবাদদাতা,বাঁকুড়া:- বর্তমান সময়ে যখন দেশজুড়ে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠছে ঠিক তখন বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের মানুষ মহরমের অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভিনব নির্দশন তৈরি করেছে।

মুসলিম সম্প্রদায়ের একটি পবিত্র অনুষ্ঠান মহরম। সেই মহরমের দোফরমাতমকে ঘিরে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি ধরা পড়ল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চকসাপুর গ্রামে। যেখানে মুসলিমদের ধর্মগুরু পীর সংরক্ষিত হয়ে আসছে হিন্দু পরিবার পালেদের বংশধরদের হাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আর মহরমের দোফরেমাতমে বাঁকুড়ার ইন্দাসে এসে সম্মিলিত হয় দুই ধর্ম অর্থাৎ হিন্দু মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ। দুই ধর্মের মানুষরা একসাথে সম্মিলিত হয়ে পুজো, প্রার্থনা, প্রসাদ বিলি সহ আরো অন্যান্য কাজে একসাথে হাতে হাত মেলায়। শুধু তাই নয় এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকেন হিন্দু ভাই-বোনেরা।

দীর্ঘদিন ধরে চলে আসা অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে আবাদ মোল্লা নামে এক মুসলিম ধর্মী গ্রামবাসী বলেন, ” পূর্বপুরুষ ধরে আমরা একইভাবে সম্মিলিত হয়ে আসছি এবং ভবিষ্যতেও হবো।” অন্যদিকে সুনীল কুমার পাল নামে গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, “ভারতবর্ষের খুব কম জায়গাতেই এরকম দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন, আমরা চাই সম্প্রীতির বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাক, একই সাথে ঝাঁজ ঘণ্টা বাজুক আর আজানের ধ্বনি শোনা যাক।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments